বিয়ানীবাজার সংবাদ

শিক্ষক বিরাজ কান্তি দেব আর নেই, সাবেক শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

বিয়ানীবাজার টাইমসঃ পিএইচজি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বিরাজ কান্তি দেব (৮০) আর নেই। বুধবার দুপুর ১২টার দিকে তিনি বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধ্যক জনিত নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী সন্তান, স্বজনসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষাবিদ বিরাজ কান্তি দেব বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এরপর মাথিউরা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাবিদ বিরাজ কান্তি দেবের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোক বার্তায় পরলোকগত শিক্ষাবিদের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক জানিয়েছেন দৈনিক শুভদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেন, প্রয়াত বিরাজ কান্তি দেবে দীর্ঘ দিনের সহকর্মী শিক্ষাবিদ আলী আহমদ, মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।

Back to top button