বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কাল সকাল-সন্ধ্যা থাকবে না বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা থাকবে না বিদ্যুৎ। বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎতের জোনাল অফিস সুত্র তা নিশ্চিত করেছে। ইতিমধ্যে উপজেলায় মাইকিং করে বিদ্যুৎ না থাকার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিয়ানীবাজার পৌরসভার সুপাতলস্থ বৈদ্যুতিক সাব স্টেশনের বাৎসরিক রক্ষনাবেক্ষন ও সংস্কার কাজের জন্য বুধবার সকাল ৭ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিয়ানীবাজার পৌরশহর এবং আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসময় তারা গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে।