বড়লেখায় জনপ্রতিনিধি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজে’লার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ১৫ কৃতী শিক্ষার্থীকে শনিবার দুপুরে সংবর্ধনা দিয়েছে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয়। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্ম’দ মনিরুল হক।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইস’লাম শাহীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও শিক্ষক কাওছার আহম’দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অ’তিথির ও সংবর্ধিত অ’তিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অ’তিথির বক্তব্য রাখেন জে’লা পরিষদ সদস্য তাহের আহম’দ আজিম, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মা’ওলানা লুৎফুর রহমান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আজিজুল ইস’লাম, আমিনুল হক, ইম’রান আহম’দ, ছায়রা বেগম, শিক্ষার্থী অ’ভিভাবক আবুল কালাম আজাদ, বাসুদেব বাক্তী, বেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, প্রাক্তন ছাত্র মাছুম আহম’দ আজির। এছাড়াও বক্তব্য রাখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আদিবা রহমান ইক্বরা, হু’মায়রা জান্নাত, ফাহমিদা বেগম রুমা প্রমুখ।
সংবর্ধিত অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ হলেন- ইউপি মেম্বার মুহিবুর রহমান কা’মাল, সাহেদুল ইস’লাম সুমন, রিয়াজুন বেগম, ইসমত আরা, আব্দুল মজিদ, এনাদুল হক, সমিরন মুন্ডা, সুজিত কানু।