বিয়ানীবাজার সংবাদ

বই বিতরন ও ওরিয়েন্টশন ক্লাসের মাধ্যমে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে সদ্য প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন ও ওরিয়েন্টন ক্লাসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস গোলাবিয়া লাইব্রেরিতে বই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক, পৌরসভার মেয়র আব্দুশ শুকুরের সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব বাজিদুর রহমান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব আবু শাহেদ, অর্থ বিভাগের আহ্বায়ক আব্দুল বাসিত টিপু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য হাসান আহমদ, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য্য, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিছবাহ উদ্দিন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক জীবন আহমদ ও জয়নাল আবেদিন।

বই বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌরশহরে অবস্থিত বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষার্থীরা সুযোগ না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তারা আশা করেন, মানসম্মত শিক্ষা দিয়ে বিদ্যালয় তার সুনাম অর্জন করে এই এলাকার অভিভাবকদের আশা- আকাঙ্কার প্রতিফলন ঘটাবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মীর হোসেন মোহাম্মদ খোকন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আলী হোসেন বেবুল, সাংবাদিক হাসান শাহরিয়ার, জয়নাল আবেদিন, ওয়াহিদুর রহমান টিপু, মোস্তাক আহমদ কাজল, আকবর হোসেন লাভলু, মারুফ আহমদ প্রমুখ।

Back to top button