বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রস্তাবিত কলেজের স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী

টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ চারখাই এর জায়গা পরিদর্শন করতে আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। রোববার দুপুরে চারখার বাজার এলাকায় কলেজের জায়গা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার অধ্যাপক আব্দুল খালিক, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি), ওলীউর রহমান (সিআইপি), বিয়াবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক নূর, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, চারখাই ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মাহমুদ আলী ও নব-নির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, চারখাই ইউনিয়নের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। তাই আমি এ কলেজের জায়গা পরিদর্শন করতে আসি।

Back to top button