অপরাধ চিত্র

কৌশলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিতেন মর্জিনা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মর্জিনা আক্তার (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।

মর্জিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী ছিনতাইকারী পৌরশহর ও রেলস্টেশন এলাকায় নারীদের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে আসছিলেন। আজ দুপুরে স্থানীয় জাকিয়া তাজ নামের এক গৃহিণী করোনা টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সের নারীদের লাইনে দাঁড়ান। এসময় ওই নারী কৌশলে তার গলা থেকে চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ওসি ফারুক আহমেদ বলেন, আটক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।

Back to top button