বিয়ানীবাজার সংবাদ
৫দিনের সফরে সিলেটে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
নিজস্ব প্রতিবেদকঃ নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসুচিতে যোগ দিতে ৫ দিনের সফরে সিলেটে এসে পৌছেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
তিনি শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। এসময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান বিমানবন্দরে অবস্থানরত বিয়ানীবাজার-গোলাপগঞ্জের নেতাকর্মীরা।
নুরুল ইসলাম নাহিদ এমপি তার সফরের পাঁচ দিনে তাঁর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ – বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী অনুষ্টানে যোগদান সহ দুই উপজেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক কর্মসুচীতে যোগ দেবেন।
সকল কর্মসুচী শেষে তিনি আগামী ১২ই জানুয়ারী বুধবার রাতে সময় ইউ এস বাংলার ফ্লাইটে ঢাকা ফিরবেন।