বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের হানিফ আহমদ সিলেট পবিস-১ এর সভাপতি নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস) এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় পবিস-১ এর সিলেট কেন্দ্রীয় দপ্তরের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পরে পবিস এর এলাকা পরিচালকদের সরাসরি ভোটে নির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের এলাকা পরিচালক মোঃ হানিফ আহমদ। এ নিয়ে তিনি দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হলেন। তাঁর বাড়ি শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে।

এছাড়া, এলাকা পরিচালক-৪ রমা কান্ত দে সহ সভাপতি, মোহাম্মদ মেন্দি মিয়া সচিব ও এলাকা পরিচালক-৩ এমদাদুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

পবিস-১ এর নির্বাচন পরিচালনা করেন, উপপরিচালক আনিসুর রহমান। তাকে সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক মশিউর রহমান ও প্রকৌশলী মুনতানসীর মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট পবিস এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস.এম হাসনাত হাসান।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি হানিফ আহমদ বলেন, ‘আমাকে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত করায় এলাকা পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে এলাকা পরিচালকদের সর্বাত্মক সহযোগিতা দোয়া করছি।’

Back to top button