মৌলভীবাজার
৫ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন কমলগঞ্জ রহিমপুর ইউনিয়নে বদরুল
টাইমস ডেস্কঃ কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে পঞ্চম বারের মতো নির্বাচিত হয়েছেন ইফতেখার আহমদ বদরুল।
তিনি পেয়েছেন ১০ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জুনেল আহমদ তরফদার পেয়েছেন ৮হাজার ২৩০ ভোট। তিনি ১ হাজার ৯১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
ইফতেখার হোসেন বদরুল বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে উপজেলার চেয়ারম্যান হিসেবে স্বর্নপদক পাওয়ার গৌরব অর্জন করেন।
তাঁর বড় ভাই উপাধ্যক্ষ আব্দুস শহীদ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য।