গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে এক গ্রাম থেকে ৩টি বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে রাতের আঁধারে একটি গ্রাম থেকে ৩টি বিদ্যুতের ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শেখপুর গ্রামের প্রয়াত লুৎফুর রহমান মাষ্টারের বাড়ির সামনের ট্রান্সমিটার, শেখপুর পশ্চিমপাড়ার উপজেলাবাড়ীর সামনের ট্রান্সমিটারসহ একই গ্রামের ৩টি ট্রান্সমিটার চুরি হয়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাত্রীতে বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি নিয়মিত যে ভাবে বিদ্যুৎ যায় সেভাবে বিদ্যুৎ চলে গেছে। এই মনে করে সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে।

শনিবার সকালে জানতে পারি যে গ্রামের ৩টি ট্রান্সমিটার একসাথে চুরি হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য ময়নুদ্দিন পাখি বিষয় টি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত ট্রান্সমিটার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান স্থানীয়রা।

এব্যাপারে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র শিব বলেন, এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Back to top button