বিয়ানীবাজারে এসএসসি ও সমমান পরিক্ষায় ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ উত্তীর্ণ

বিয়ানীবাজার উপজেলায় এসএসসি ও সমমান পরিক্ষায় ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হয়েছে। এ বছর বিয়ানীবাজার উপজেলা থেকে এসএসসি পরিক্ষায় ৪২ টি উচ্চ বিদ্যালয় দাখিল পরিক্ষায় ১৪ টি মাদরাসা এবং এসএসসি ভোকেশনাল থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।
উপজেলার যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসি ও সমমান পরিক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে সেগুলো- কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়,মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চখন্ড আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়,দিগলবাক হাজী আখদ্দছ আলী উচ্চ বিদ্যালয়,আজাদ চৌধুরী একাডেমী, জমশেদ আহমেদ উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,তহিরুন নেছা চৌধুরী একাডেমী,সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয়, দুবাগ স্কুল এন্ড কলেজ, দুবাগ আইডিয়াল একাডেমী,খলিল চৌধুরী গার্লস একাডেমী, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়, উওর আখাজনা দাখিল মাদ্রাসা, রহমাতাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বিয়ানীবাজার টাইমস প্রতিবেদককে বলেন গত বছরের ন্যায় এই বছর বিয়ানীবাজার উপজেলায় শতকরা পাশের হার বৃদ্ধি পেয়েছে। এই বছর পাশের হার ৯৬.৩৩ শতাংশ।