অশ্রুসিক্ত নয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য আমির উদ্দিন আলিওর মেম্বারকে শেষ বিদায়!

টাইমস প্রতিবেদকঃ হাজার ও মানুষের ভালোবাসায় শেষ বিদায় দেওয়া হয়েছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব আমির উদ্দিন আলিওর মেম্বারকে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় লাউতা ইউনিয়নের তার নিজ এলাকার বাহাদুপুর জালালিয়া মাদরাসার সম্মূখে একটি খোলা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজার আগে মরহুম আলিওর মেম্বারের বড় পুত্র মোহাম্মদ শাবু আহমদ তার মরহুম পিতার জন্য সবার কাছে দোয়া প্রার্থণ করেন তখন চাপা কষ্ট আর বোবা কান্নায় তিনি যেন সব কথা হারিয়ে ফেলেছিলেন
মরহুম আলিওর মেম্বারের জানাজায় অংশ নিতে ছুটে আসেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন, নব-নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ১১ নং লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এম এ জলিল, উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান ফয়সল, বড়লেখা উপজেলার নিজ বাহাদুর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন আলালসহ হাজার হাজারও মুসল্লি। এ সময় প্রত্যেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য ভোটের দিন ২৬ ডিসেম্বর মরহুম আমির উদ্দিন আলিওর মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক সিলেট একটি বেসরকারী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরিক্ষার পর জানা যায় তার মাথায় মস্তিষ্কে রক্তকরণ হয়েছে। ২৭ ডিসেম্বর তিনি দুপুরে আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।