বিয়ানীবাজার সংবাদ

ইউপি নির্বাচনঃ মাথিউরা ইউনিয়নে ময়নুল ইসলাম বাবুলের সমর্থনে উঠান বৈঠক

টাইমস প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাতেই প্রার্থীদের এখন যেন দম ফেলার ফুরসত নেই।

ইউপি নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ৭ নং মাথিউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ময়নুল ইসলাম বাবুল। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে মাথিউরা ইউনিয়নের নালবহর এলাকার নালবহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান চুনুর বাড়িতে চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম বাবুরের মোটর সাইকেল প্রতীকের সমর্থণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী ছফর উদ্দিনের সভাপতিত্বে শুরু হওয়া উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নালবহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান চুনু, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য আতাউর রহমান আতা, বিয়ানীবাজার পৌর শহরের আল-আমিন সুপার মার্কেটের মালিক ব্যাবসায়ী বেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা সোহাগ আহমদ, প্রবাসী নুরুল হকসহ গ্রামের সর্বস্থলের সাধারণ মানুষ।

এ সময় অতিথিরা একে একে আগামী ২৬ তারিখের নির্বাচনে ময়নুল ইসলাম বাবুলকে মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরুধ জানান।

পরে মাথিউরা ইউনিয়নের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম বাবুল বলেন তিনি এই ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে চান। মাথিউরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করতে চান। সেজন্য আগামী ২৬ ডিসেম্বর প্রত্যেককে মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরুধ জানান।

এ সময় অতিথিরা বলেন ময়নুল ইসলাম বাবুল নির্বাচিত হলে এই ইউনিয়নের সাধারণ মানুষ ভালো থাকবে। সাধারণ মানুষের উন্নয়ন হবে।

Back to top button