বিয়ানীবাজারে বিদ্রোহী ও স্বতন্ত্রদের চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

তোফায়েল আহমদ:: বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থীদের জয়ের বাধা হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। উপজেলা ঘুরে বেশীরভাগ ইউনিয়নে এ চিত্র দেখা গেছে। তবে জেলা আওয়ামীলীগের নির্দেশনায় বিভিন্ন ইউনিয়নের জন্য গঠিত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক দল চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে। কিছু ইউনিয়নে উন্নতি হলেও অনেক ইউনিয়নে এখনো তারা জয়ের দৌড়ে নেই।
উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশুর প্রধান বাধা বর্তমান চেয়ারম্যান বিএনপি রাজনীতির সাথে জড়িত ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন। উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে সাংগঠনিক দল নৌকার জয় নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে এই ইউনিয়নে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ঘোড়া প্রতিকের মধ্যে।
২নং চারখাই ইউনিয়নের নৌকার প্রার্থী মাহমদ আলী হ্যাটট্রিক জয়ের ব্যাপারে আশাবাদি হলেও এই ইউনিয়নে তাকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাথে জড়িত আওয়ামীলীগ বিদ্রোহী আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী। এই ইউনিয়নে নৌকার জয় নিয়ে সংশয় থাকলেও সময়ের সাথে সাথে অভিজ্ঞ মাহমুদ আলীকেই হয়তো বেছে নিতে পারেন ভোটাররা।
৩নং দুবাগ ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুছ ছালাম দাদা ভাই নির্বাচনে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আঞ্চলিকতা ফ্যাক্টরে এই ইউনিয়নে নৌকার প্রার্থীর জয় নিয়ে রয়েছে শংকা। এই ইউনিয়নে তিন কেন্দ্রের ঐক্যের প্রার্থী মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মুশতাক আহমদ চৌধুরী, আরও তিন কেন্দ্রের ঐক্যের চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ, ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আল ইসলাহ নেতা যে কেউ নির্বাচন জিতে চমক দেখাতে পারেন।
৪নং শেওলা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক চেয়ারম্যান বিএনপির রাজনীতির সাথে জড়িত আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন খান জাহেদ। তবে এলাকায় স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিনের সুনাম থাকায় নির্বাচনী ফলাফল তার পক্ষে চলে আসতে পারে।
৫নং কুড়ারবাজারে নৌকার প্রার্থী বাহার উদ্দিন মাঠে চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ফলাফল নিজের পক্ষে আনা প্রায় অসম্ভব বলে মনে করছেন সেখানকার ভোটাররা। সেখানে আওয়ামীলীগ বিদ্রোহী একাধিক প্রার্থী থাকায় বর্তমান চেয়ারম্যান বিএনপির রাজনীতির সাথে জড়িত এএফএম আবু তাহের অনেকটা সুবিধাজনক অবস্থানে। তবে ইতিমধ্যে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তোতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ।
৭নং মাথিউরা ইউপিতে নৌকার প্রার্থী আমান উদ্দিন শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়বেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির সাথে জড়িত কছির আলীর সাথে। এই ইউনিয়নে সদ্য বহিষ্কৃত আওয়ামীলীগ বিদ্রোহী ময়নুল ইসলাম বাবুল নৌকার প্রার্থীর ক্ষেত্রে বড় মাথাব্যথা।
৮নং তিলপাড়ায় নৌকার প্রার্থী এমাদ উদ্দিন রয়েছেন চতুর্মুখী যন্ত্রণায়। ইউনিয়নে প্রতিকের চেয়ে আঞ্চলিকতা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই ফ্যাক্টরেই টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির রাজনীতির সাথে জড়িত স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের মাহবুবুর রহমান। এমাদ উদ্দিনের নির্বাচন জয়ের প্রধান বাধা সদ্য বহিষ্কৃত আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী বাবু বিবেকানন্দ দাস। তিনি তৃণমূল ভোটে নৌকার প্রার্থী হলেও চূড়ান্ত তালিকায় তার নাম বাদ পড়ে। সে কারণে বেশীরভাগ নেতাকর্মী তার সাথে নীরবেই কাজ করছেন। এই ইউপিতে নৌকার প্রার্থীকে ছাড়িয়ে স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে।
৯নং মোল্লাপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রধান বাধা তৃণমূল আওয়ামীলীগ। তৃণমূল আওয়ামীলীগ শেষদিকে এসে একসাথে নৌকার পক্ষে কাজ করলেও ভোটের মাঠে তা কতটুকু প্রভাব ফেলেছে তা ২৬ তারিখ ভোটের দিন জানা যাবে। এই ইউপিতে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকের আব্দুল মান্নান ও ঘোড়া প্রতিকের আব্দুল করিম।
১০নং মুড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী হুমায়ুন কবিরের সব থেকে বড় বাধা আঞ্চলিকতা ও গোষ্ঠিভিত্তিক ভোট। এই ইউনিয়নে নৌকার প্রার্থীর এলাকা থেকে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের পক্ষে অনেক আওয়ামীলীগ সমর্থক নীরবে কাজ করছেন। পাশাপাশি পূর্ব মুড়িয়া এলাকার একক প্রার্থী জামায়াতের রাজনীতির সাথে জড়িত সাবেক ছাত্রনেতা চশমা প্রতিকের ফরিদ আল মামুন রয়েছেন আলোচনায়।
১১নং লাউতা ইউপিতে নৌকার প্রার্থী সাবেক ৪ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বর্তমান চেয়ারম্যান সদ্য বহিষ্কৃত আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের গৌছ উদ্দিনের। এছাড়াও এই ইউনিয়নে শক্ত প্রতিদ্বন্দ্বি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রার্থী নির্বাচনে ভুল সিন্ধান্ত, পাশাপাশি প্রার্থীদের ভোটারদের সাথে দূরত্বের কারণে বেশীরভাগ ইউনিয়নে নৌকার প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়বেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় আওয়ামীলীগ সংঘটিত। যেখানেই যাচ্ছি সাধারণ ভোটারের ব্যাপক সাড়া পাচ্ছি। তাই বেশীরভাগ ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত।