কুলাউড়া
কুলাউড়ায় ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে র্যাব ৫৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তার নাম আতাউর রহমান (৩৫)। আতাউর উপজেলার খিদিরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
র্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি আভিযানিক দল এই অভিযান চালায়।
এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।