বিয়ানীবাজার সংবাদ

মুল্লাপুর ইউনিয়নে আব্দুল্লাহপুর গ্রামে হাজী শামীম আহমদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

টাইমস প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। আর তাতেই উপজেলা জুড়ে বইছে এখন নির্বাচনী প্রচার প্রচারনা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য। ভোটে জয়ী হলে উন্নয়নের দিচ্ছেন নানা অঙ্গীকার নামা।

উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজী শামীম আহমদ। নির্বাচনী প্রচার প্রচারনায় এখন তিনি ব্যাস্ত সময় পার করছেন। সকালের শুরু থেকে রাত অবধি বিরামহীন তিনি ছুটছেন ভোটারদের দরজায় দরজায়।

তারই ধারাবিকতায় শনিবার দিনব্যাপি ৬ নং ওয়ার্ড মুল্লাপুর গ্রামে গনসংসোগের পর দিবাগত রাত ৯ ঘটিকায় আব্দুল্লাহপুর গ্রামে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী শামীম আহমদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রলীগ নেতা তারেক হাসান সুজনের সঞ্চালনায় শুরু হওয়া নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নৌকাকে বিজয়ী করতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সবার একাত্মতা একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়নের ছোয়া এই ইউনিয়নের এমন কোন জায়গা নেই যেখানে পৌছায় নি। সেজন্য সেই উন্নয়নের দ্বারা অভ্যাহত রাখতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী হাজী শামীম আহমদ তার বক্তব্যে বলেন তিনি নির্বাচিত হলে মুল্লাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবেন। তিনি বলেন তিনি সাধারণ মানুষের সেবা করতে চান। অসহায় মানুষের পাশে দাড়াতে চান।

নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলে জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী সহকারী সমন্ময়ক ময়নুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল হোসেন বদই, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাছিত, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, মুল্লাপুর ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু, সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন ফখর, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, সাবেক ছাত্র নেতা ময়জুল ইসলাম, প্রবীন মুরব্বী জালাল আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা সাকরান হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন।

এ সময় বক্তারা প্রত্যেকেই হাজী শামীম আহমদের নানা গুণাবলীর কথা উপস্থিত প্রত্যেকের কাছে তুলে ধরেন। এবং ২৬ তারিখ নির্বাচনে হাজী শামীম আহমদকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার কাছে অনুরুধ জানান।

পরে সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ২৬ তারিখের ইউপি নির্বাচনে হাজী শামীম আহমদের জয়ের জন্য প্রার্থনা করা হয় এবং প্রয়াত সকল আওয়ামীলীগ নেতার মাগফিরাত কামনা করা হয়।

সঙ্গিতা চক্রবর্তী

Back to top button