মৌলভীবাজার
সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ও সন্ধ্যার পর পরই কনকনে ঠান্ডা অনুভূত হতে থাকে। ধীরে ধীরে কমছে এখানকার তাপমাত্রা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যতাপের উজ্জ্বলতা বাড়তে থাকে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বাংলাদেশের শীতের দুটি বিশেষ অঞ্চলের মধ্যে মৌলভীবাজার অন্যতম একটি। আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস।
এ অঞ্চলে প্রতি বছর নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীত রেকর্ড অনুযায়ী তা আরও নিচে নামতে পারে তাপমাত্র।
শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।