মুল্লাপুর ইউনিয়নে আলিপুর গ্রামে হাজী শামীম আহমদের সমর্থনে উঠান বৈঠক

টাইমস প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউপি নির্বাচন। আর তাতেই উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী হাজী শামিম আহমদের যেন এখন দম ফেলার ফুরসত নেই। নির্বাচনে জয়ের জন্য ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুনাচ্ছেন নানা আশার বানী।
ইউপি নির্বাচনকে কেন্দ্র শুক্রবার মুল্লাপুর ইউনিয়নে আলীপুর গ্রামে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজী শামিম আহমদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বৈঠকে হাজী শামিম আহমদ উপস্থিত গ্রামবাসীর উদ্যেশ্যে নানা অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন তিনি নির্বাচিত হলে অবহেলিত এই এই গ্রামকে তিনি বিভিন্ন স্থান থেকে বিশেষ তহবিল এনে তিনি এই গ্রামের উন্নয়ন করবেন
হাফিজ আব্দুল আলিমের কোরআন তিলাওয়াত এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলুর সঞ্চালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সুয়াইবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অবহেলিত এই আলিপুর গ্রামে একমাত্র আওয়ামীলীগ সরকার উন্নয়ন করেছেন। রাস্তাসহ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন করেছেন। সেজন্য তিনি শেখ হাসিনার মনোনীত প্রার্থী হাজী শামিম আহমদের জন্য তিনি সবার কাছে ভোট প্রত্যাশা করেন এবং সবাইকে এক সাথে কাজ করার জন্য তিনি অনুরুধ জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সদস্য আব্দুল কাদীর,সদস্য সাহেদুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল ইসলাম বদই,আব্দুল আহাদ,ময়জুল হোসেন,আফজল হোসেন তাপাদারসহ আরও অনেক নেতাকর্মী।
প্রত্যেকেই এ সময় তাদের বক্তব্যে হাজী শামিম আহমদের জন্য সবার কাছে ভোট প্রত্যাশা করেন। এবং সবাই এক সাথে কাজ করার জন্য অঙ্গীকার বদ্ধ হন
পরে বক্তব্য শেষে উপস্থিত সবাইকে নিয়ে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ২৬ তারিখের নির্বাচনে হাজী শামিম আহমদের জন্য প্রার্থণা এবং প্রয়াত আওয়ামীলীগের সকল নেতা কর্মীর মাগফিরাত কামনা এবং উপস্থিত প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করা হয়।