বিয়ানীবাজার সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে আনা প্রবাসীর লাগেজ কাটা, মালামাল গায়েব! (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র প্রবাসী এক দম্পতির ফ্লাইটে আনা ট্রলি অভিনব কায়দায় কেটে মালামাল গায়েব করেছে চোর চক্র। কাতার এয়ারওয়েজ থেকে এসএ পরিবহনের মাধ্যমে পাঠানো ট্রলির এমন অবস্থা দেখে অসহায় যুক্তরাষ্ট্র প্রবাসী নুর উদ্দিন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার এসএ পরিবহনের ব্রাঞ্চে তিনি এই অভিযোগ করেন।

জানা যায়, বিয়ানীবাজারের নুর উদ্দিন খান ও রহিমা খানম দম্পতি গত ১৩ ডিসেম্বর আমেরিকা থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে রওয়ানা দিয়ে দেশে আসেন ১৪ ডিসেম্বর। ফ্লাইট বিলম্বের তাদের সাথে থাকা লাগেজ পৌছায় নি সঠিক সময়ে তাদের কাছে। ঢাকায় পৌছার পর কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাদের ঠিকানা রেখে দেয় নিকটস্থ ঠিকানায় লাগেজ পৌছে দিবে বলে। শুক্রবার (১৭ ডিসেম্বর) তাদের কাছে এস এ পরিবহন বিয়ানীবাজার ব্রাঞ্চ থেকে ফোন আসে একটি লাগেজ রিসিভ করার জন্য। দুপুরে যুক্তরাস্ট্র প্রবাসী নুর উদ্দিন খান তার ছেলে শিক্ষক ও রাজনীতিবিদ আরবাব খানকে সাথে নিয়ে এস এ পরিবহন বিয়ানীবাজার ব্রাঞ্চে ট্রলি রিসিভ করতে আসেন।

লাগেজ হাতে পেয়ে দেখেন তারা তাদের ‘লাগেজের চেইন অভিনব উপায়ে কেটে প্রয়োজনীয় অনেক মালামাল গায়েব করা হয়েছে। ২৫ কেজি ওজনের লাগেজ থেকে ২ কেজি পরিমান মালামাল ব্যাগ কেটে চুরি করা হয়। এব্যাপারে বিয়ানীবাজার এস এ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বিষয়টির জন্য কাস্টমস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন। কে, কোথায়, কীভাবে গায়েব করেছে মালামাল এমন প্রশ্ন তাদের যার উওর নেই এস এ পরিবহনের কাছে।

প্রবাসীর ছেলে বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক (খন্ডকালীন) আরবাব খান বলেন, তিনি এ অবস্থা দেখে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষকে লিখিত বিস্তারিত জানিয়ে ক্ষতিপূরন চেয়ে অভিযোগ জানিয়েছেন। তারা অভিযোগের ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখছে বলে আশ্বস্থ করেছে।

এদিকে, এস এ পরিবহনের রিসিভ লিস্টে লাগেজ কাটার কোন তথ্য নেই। তাদের রিসিভ কপি অনুযায়ী ব্যাগে কোন সমস্যা নেই। তাতে স্বভাবতই সন্দেহের তীর উঠতেই পারে এস এ পরিবহনের কতৃপক্ষের দিকে। তবে সেই দায় কোনভাবেই এস এ পরিবহন নিজেদের ঘাড়ে নিতে চায় না। লাগেজ কাটার কোন তথ্য তাদের রিসিভ কপিতে নেই এর কোন সঠিক ব্যাখ্যাও তারা দিতে পারে নি।

এস এ পরিবহনের বিয়ানীবাজার ব্রাঞ্চের সহকারি ম্যানেজার আতাউর রহমান জানান, বুকিং কাউন্টারে ব্যাগটি কাটার ব্যাপারে তথ্য ছিলো না। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।

Back to top button