বিজয়ের দিনে বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা ও শহীদ চার শতাধিক পরিবারকে সংবর্ধনা

বিজয়ের অর্ধশত বছর পূর্ণ হয়েছে। বাঙ্গালীকে এই বিজয় এনে দিতে জীবন দিতে হয়েছিল ৩০ লক্ষ শহীদদের এবং ২ লক্ষ মাকে হারাতে হয়েছিল নিজেদের সম্ভ্রম। তবে তারা ধমে যায় নি। বীরের বেশে নিজের তাজা রক্ত দিয়ে লাল সবুজের পতাকার মাধ্যমে সেদিন তারা এনেদিয়েছিল বিজয়।
সেই মহান শহীদদের স্মরণে বিয়ানীবাজারে প্রায় চার শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনদের সংবর্ধনা প্রধান করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা প্রধান করা হয়।
উপজেলার শীর্ষ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে শুরু হওয়া সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহান শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের কারণেই কেবল এসেছে আমাদের বিজয়। তাই তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। সেজন্য দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেজন্য উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা- আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিনসহ আরও অনেকে।