বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর সাথে হাজার হাজার মানুষের দেশপ্রেমের শপথ গ্রহন

টাইমস প্রতিবেদকঃ মহান বিজয়দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৫০ তপধ্বনী এবং শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শুরু হয় বিয়ানীবাজারে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। তারপর দিন ভর নানা অনুষ্ঠানিকতার মাধ্যমে স্মরণ করা হয় শহীদদের। তবে এবারের অর্ধশত বছরের বিজয় দিবসের প্রধান আকর্শন ছিল প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথ গ্রহণ।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দিনের বিভিন্ন কার্যক্রমের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। বিকেল সাড়ে ৪ ঘটিকায় প্রধান মন্ত্রীর পরিচালনায় শপথ গ্রহণ করার জন্য বিয়ানীবাজার উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশের সদস্যরা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযুদ্ধারা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ উপজেলার সর্বস্থরের হাজার হাজার জনসাধারণ বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।
দীর্ঘ অপেক্ষায় চোখের পলক যখন অধীর আগ্রহে পর্দায় ঠিক এমন সময় ৪ টা ৪০ মিনিটে প্রধান মন্ত্রীর কন্ঠে উচ্চারিত হয় কাঙ্খীত সেই শপথ। ঠিক তখন উপস্থিত প্রত্যেকেই প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে পাঠ করেন শপথ। শপথ গ্রহণ শেষে সবাই হাত উপরে তুলে পতাকা নাড়িয়ে দেশের প্রেমের জানান দেন। শপথ গ্রহণের ঠিক আগ মুহুর্তে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন সেই মহান শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে একটি নির্দিষ্ট ভূখন্ড, বাঙ্গালী রক্ষা করেছে নিজেদের অস্তিত্ব।
শপথ গ্রহণ শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান নিজের অনুভূতির কথা বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের কাছে প্রকাশ করেন। তিনি বলেন আমরা সবাই এক সাথে দেশ রত্ম শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করেছি। আমাদের কাছে এর থেকে বড় গৌরবের আর কিছু হতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন এই শপথ গ্রহণের মাধ্যমে আরও একবার সবার হৃদয়ে নাড়া দিয়েছে। ছোট ছোট কিশোর শিক্ষার্থীদের মনে এই শপথ গ্রহণ থাকবে স্মৃতি হয়ে। এতে করে দেশের প্রতি তাদের দায়িত্ববোধ আরও বাড়বে।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুশ শুকুর বলেন শপথ গ্রহণের মাধ্যমে প্রত্যেকের হৃদয়ে দেশ প্রেমে আরও উদবুদ্ধ হবে। সবাই এক কাতারে এসে প্রধান মন্ত্রীর কাছে শপথ গ্রহণ করার জন্য তিনি উপ্সথিত প্রত্যেককে ধন্যবাদ জানান