বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিজয় দিবস পালিত হচ্ছে

টাইমস প্রতিবেদকঃ আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সেই মাহেন্দ্রক্ষণ। যে বিজয়ের জন্য ৩০ লক্ষ শহিদ দিয়েছিলেন নিজেদের জীবন, দু লক্ষ মা হারিয়েছিলেন নিজেদের সম্ভ্রম। সেই সময়কার তলাবিহীন ঝুড়ি তকমা পাওয়া বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়ে এখন বিশ্বের উন্নত দেশের অর্থনী্তীর তালিকায় নিজের স্থান করে নেওয়ার অপেক্ষায়।

সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্য দয়ের পর পর তোপধ্বনিতে মুখরিত হয়ে উঠে বিয়ানীবাজারের শহীদ বেদী। সম্মান আর ভালোবাসায় সেই মহান শহীদদের স্মরণে স্মৃতি সৌধে বিয়ানীবাজারের বিভিন্ন অঙ্গণ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সূর্য দয়ের পর সকালের শুরুতে প্রথমে শহীদ বেদীতে বিয়ানীবাজার উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুরের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিয়ানীবাজার, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন

পরে বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকা আওয়াজ এবং ডিসপ্ল্রে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকা আওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিয়ানীবাজার থানা পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, রোবার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

Back to top button