বিয়ানীবাজার সংবাদ

বিজয়ের ৫০ বছরে বর্ণীল সাজে বিয়ানীবাজার

টাইমস প্রতিবেদকঃ বিজয় দিবস উপলক্ষে নানা বর্ণীল সাজে সাজানো হয়েছে পুরো বিয়ানীবাজারকে। বিয়ানীবাজার সরকারি কলেজ, শহিদ মিনার,উপজেলা প্রাঙ্গণ, পৌরসভা সব জায়গা সাজানো হয়েছে নানা বর্ণীল রঙ্গে।

রাস্তায় এখন মহান মহান বিজয় দিবসের স্টিকার এবং জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাশে ভ্রাম্যমান ফেরিওয়ালারা এখন জাতীয় পতাকা আর বিজয় দিবসের স্টিকার নিয়ে দাঁড়িয়ে আছেন। পথ যাত্রীরা তা এখন ব্যাস্ত। কেউ কিনছেন মাথার জন্য স্টিকার কেউবা নিজের বাইক কিংবা গাড়ির জন্য কিনছেন পতাকা।

তরুণ রাহাত বাসায় ফেরার সময় ভ্রাম্যমাণ ফেরিওয়ালার কাছে ছোট জাতীয় পতাকা দেখতে পেয়ে দাঁড়িয়ে ৫০ টাকা দিয়ে একটি পতাকা কিনেন। পতাকাটি ক্রয়ের কারণ প্রতিবেদক জানতে চাইলে রাহাত জানান বিজয়দিবসের জন্য তিনি কিনেছেন এই পতাকা। শহীদদের স্মৃতিচারণ করে নিজের বাইকে মধ্যে রাখার জন্য তিনিই পতাকা কিনেছেন।

এসব বেশীরভাগ ভ্রাম্যমান ব্যাবসায়ীরা নির্দিষ্ঠ কয়েকটি দিবসের আগেই কেবল এসব পতাকা ও স্টিকার বিক্রি করেন ঠিক এমনটাই তারা প্রতিবেদককে জানান।

এদিকে এদিকে পুষ্পস্তবক তৈরি করতে এখন ব্যাস্ত সময় পার করছেন কারিগররা। তারা বলছেন বিজয় দিবস বা স্বাধীনতার দিবসের সময়েই তাদের চাপ থাকে বেশী। কাজ করতে হয় মধ্যরাত পেরিয়ে অনেক রাত পর্যন্ত।

সূর্যদয়ের সাথে সাথে ১৬ ডিসেম্বর শহীদ স্মৃতিসৌধে তোপধ্বনী এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

Back to top button