লাউতায় চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই!

জুবায়ের আহমদঃ আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর তাতেই উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী শুরু করেছেন । নিজেদের মতো করে তারা চালাচ্ছেন প্রচার প্রচারনা। তারা প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। তবে এই ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে ধারনা সাধারন ভোটারের, বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিনের আনারস প্রতিকের সাথে লড়াই হবে নৌকা প্রতিকের এম এ জলিল এবং ঘোড়া প্রতিকের দেলোয়ার হোসেনের।
১১ নং লাউতা দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন সাবেক ৪ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল। তিনি গত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গৌছ উদ্দিনের কাছে নৌকা প্রতিক নিয়ে তিনি পরাজিত হয়েছিলেন। তবে এই বার তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
তিনি জানান, গত নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। তবে এখন মানুষ আবারও পরিবর্তন ও চায়। প্রবীন সাবেক এই চেয়ারম্যান ইউনিয়নের নাগরিকদের সেবা করতে আবারো তাকে নির্বাচিত করতে ভোটারদের অনুরোধ করেন।
এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ১১ লাউতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা গৌছ উদ্দিন ও এখন ব্যাস্ত সময় পার করছেন আনারস প্রতিকের নির্বাচনি প্রচারনায়। ইউনিয়ন জুড়ে শুরু করেছেন জোরেশোরে প্রচারণা। ২৬ তারিখের নির্বাচনে তিনিও ছাড় দিতে চান না কাউকে। তার বিশ্বাস বিপুল ভোটের ব্যাবধানে আবারও জয়ের মালা উঠবে তার গলায়। তিনি জানান, নিম্নবিত্ত পরিবারের সাধারন ছেলে তিনি, বিগত ৫ বছরে ইউনিয়নের সকল মানুষের হৃদয়ে প্রবেশ করতে পেরেছেন। তার বিশ্বাস তাকে সবাই আপন মনে গ্রহণ করেছেন সেজন্য জয়ের ব্যাপারে তিনিও শতভাগ আশাবাদি।
এদিকে ১১ নং লাউতা ইউনিয়নে এইবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন দেলোয়ার হোসেন। তিনি ইতিমধ্যে দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন এবং গত দুই নির্বাচনে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি জানান, সাধারন মানুষের সেবা করতে চান তিনি। পরীক্ষামূলক ভাবে হলেও একবারের জন্য তিনি চান তাকে সাধারণ মানুষ নির্বাচিত করুক। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে ১১ নং লাউতা ইউনিয়নকে তিনি একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবেন।
এছাড়াও এই ইউনিয়নে আরও দুইজন প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচন করছেন। ইসলামি আন্দলন থেকে হাত পাখা নিয়ে রেজাউল করিম রাজু এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাদিক হোসেন এপলু। তারা ইউনিয়নে নাগরিক সুবিধার অভিযোগ তুলে বলেন, তারা নির্বাচিত হলে সাধারন মানুষ তাদের নাগরিক সুবিধা ভোগ করবে অতি সহজেই।