বিয়ানীবাজার ইউপি নির্বাচন, শেওলা ইউনিয়নে ত্রিমুখী লড়াই

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে কুশিয়ারা নদীবেস্টিত ইউনিয়ন ৪নং শেওলা ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নের ভোটের প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে নদীভাঙ্গন ইস্যু। এই ইস্যুকে সামনে রেখে এই ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারনা।
এই ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ জহুর উদ্দিন, জাতীয় পার্টির থেকে লাঙ্গল প্রতিক নিয়ে মোঃ ফয়জুর রহমান এসনু, আনারস প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক চেয়ারম্যান আক্তার খান জাহেদ এবং জমিয়ত উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন মাওলানা এনাম উদ্দিন।
নৌকা প্রতিক নিয়ে ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন, তিনি তার গত ৫ বছরের উন্নয়ন ও সেবার কথা উল্লেখ করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। বিয়ানীবাজার টাইমসকে তিনি বলেন, এই ইউনিয়নের ভোটাররা বিগত উন্নয়নকে মাথায় রেখে তাকেই বেছে নিবে।
আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান আক্তার খান জাহেদ ভোটারদের কাছে যাচ্ছেন, ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন, নদীভাঙ্গন থেকে শুরু করে এই ইউনিয়নে অনেক সমস্যা রয়েছে, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সচেষ্ট থাকবো।
এই ইউনিয়নে গতবার জমিয়তের প্রার্থী আব্দুল হামিদ নির্বাচন করে দ্বিতীয় হয়েছিলেন, সে হিসাবে খেজুর গাছের প্রার্থী মাওলানা এনাম উদ্দিন রয়েছেন আলোচনায়। তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছেন। তিনি বলেন, এলাকার আলেম-ওলামা ও মুরব্বির সমর্থন নিয়ে কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে সাধারন মানুষ যাতে কোনো হয়রানির শিকার না সেব্যাপারে লক্ষ্য রাখবো।
এই ইউনিয়নে নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে ধারনা করছেন সেখানকার ভোটাররা। তবে নদীভাঙ্গনের বিষয়টি যে চেয়ারম্যান সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালাবেন এমন চেয়ারম্যানই নদীপারের ভোটাররা বেছে নিবেন।