যথাযোগ্য মর্যাদায় বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাইমস প্রতিবেদকঃ বাঙ্গালীকে মেধাশূন্য করতে হবে। নিশ্চিত পরাজয় জেনেও পাকিস্থানের কুখ্যাত সন্ত্রাসীরা অসহায় আত্মসমর্পণের ঠিক আগে ১৪ই ডিসেম্বরের এদেশের শহীদন বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হত্যার সময় দেওয়া হয় তাদের নিদারুণ করুণ যন্ত্রনা। সেদিন বিয়ানীবাজারের সন্তান শহীদ বুদ্ধিজীবী ড. জিসি দেবকে ও হত্যা করা হয়েছিল।
সেই বুদ্ধিজীবীদের আজ ও ভুলতে পারে নি বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় শহীদবুদ্ধীজীবীদের স্মরণে মঙ্গলবার উপজেলা প্রাঙ্গণে অবস্থিত বৈধ্যভূমিতে অবস্থিত স্মৃতি সৌধে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় মঙ্গলবার সকাল থেকে প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠ্ন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ বেদীতে পৃুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা স্মৃতি সৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, আওয়ামী লীগ, বিয়ানীবাজার থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্প্যার্ঘ্য অর্পণ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদদের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় প্রতিবেদকের সাথে আলাপ কালে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন ১৯৭১ সালের এই দিনে শহীদদের হত্যা করার একটি কারণ ছিল এই দেশকে মেধাশূন্য করা। যাতে এই দেশ স্বাধীনতার পর কোনভাবেই ঘুরে দাড়াতে না পারে। সেই লক্ষ্যেই সেদিন তারা শহীদ বুদ্ধীজীবীদের নির্মম ভাবে হত্যা করেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন ছোট ছোট কিশোরদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বলতে। সেই ইতিহাস তাদেরকে জানাতে হবে। কীভাবে বাঙ্গালীকে নিঃশ্বেস করে দেওয়ার পায়তারা করেছিল পাকিস্থানীরা তা সবাইকে জানতে হবে। বিশেষ করে শিশু কিশোরদেরকে জানাতে হবে। এ সময় শ্মদ্ধা ভরে স্মরণ করেন ডক্তর জিসি দেবকে।
বেলা ঘটিকার সময় শহীদ বুদ্ধিবীজী ড. গোবিন্দ্র চন্দ্র দেব (জিসি দেব) এর বাড়ির সম্মুখে স্থাপন করা স্মৃতি ফলকে পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা, শহীদ ড. জিসি দেব স্মৃতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন শ্রেণিপেশার মানুষ।