জুড়ী
জুড়ীতে ১ টি গরুসহ ৩ গরুচোর গ্রেফতার

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় গরু চুরির অভিযোগে একটি গরুসহ তিন গরুচোরকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল।
রবিবার (১২ ডিসেম্বর) রাতে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের তরমুজ আলাীর ছেলে সোহেল মিয়া (২৮), বিরইনতলা গ্রামের মৃত মরম আলীর ছেলে নিমার আলী (৩৩), পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব বড়ধামাই গ্রামের আতাউর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৬)। এসময় চুরি হওয়া একটি গরুও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটির মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন গরুচোর গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ৮/১২/২১। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।