বিয়ানীবাজারের মাথিউরায় ময়নুল ইসলাম বাবুলের মোটর সাইকেল প্রতীকের সমর্থনে উঠান বৈটক
ইউপি নির্বাচন

টাইমস প্রতিবেদকঃ প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজারে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাতেই প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারনায় সরব হয়ে উঠেছেন।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম বাবুল ও এখন ব্যাস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারনায়। পশ্চিমা বিশ্বের উন্নত জীবন রেখে সাধারণ মানুষের সেবার মহান ব্রত নিয়ে ইউপি নির্বাচনে ৭ নং মাথিউরা ইউনিয়নে তিনি চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার রাতে মাথিউরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আঙ্গীরাবাদ এলাকার আফতাব আলীর বাড়িতে ময়নুল ইসলাম বাবুলের মোটর সাইকেলের সমর্থনে এক উঠান বৈটক অনুষ্ঠিত হয়েছে। হাসান আল মামুনের সঞ্চালনায় প্রবীন মুরব্বী আফতাব আলীর সভাপতিত্বে শুরু হওয়া উঠান বৈটকে স্বতন্ত্র মোটর সাইকেলের প্রতীকের প্রার্থী ময়নুল ইসলাম বাবুল তার বক্তব্যে নানা প্রতিশ্রুতির কথা বলেন গ্রামবাসীকে।
তিনি আরও বলেন তিনি আগামী ২৬ তারিখের ইউপি নির্বাচনে নির্বাচিত হলে মাথিউরার এই গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক ও জড়াজীর্ণ রাস্তার আর সিসি ডালাই সর্বপ্রথম করবেন। নির্বাচিত হলে এরকম আরও নানা অঙ্গীকার নামা দেন তিনি উপস্থিত সবাইকে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য আতাউর রহমান আতা,নালবহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান চুনু,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সফুর উদ্দিন, দুয়াখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান অতিথি বুরহান উদ্দিন, গ্রামের প্রবীন মুরব্বী নিজাম উদ্দিনসহ অত্র গ্রামের যুবক এবং সর্বস্থরের জনসাধারণ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে ময়নুল ইসলামের বাবুলের জীবনের নানা গুনাগুন উপস্থিত সবার মধ্যে তুলে ধরেন। পশ্চিমা বিশ্বের উন্নত জীবন রেখে তিনি সাধারণ মানুষের সেবার যে মহান ব্রত নিয়ে এসেছেন তা প্রত্যেকেই তাদের বক্তব্যে তুলে ধরেন এবং ২৬ তারিখ মোটর সাইকেল মার্কায় সবার কাছে ভোট প্রত্যাশা করেন।
পরে মোনাজাতের মাধ্যমে উপস্থিত সবার সু-স্বাস্থ্য কামনা করে উক্ত উঠান বৈটক ও মত-বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।