বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, তিলপাড়ায় স্বতন্ত্র প্রার্থীদের হবে হাড্ডাহাড্ডি লড়াই

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ তারিখ অনুষ্ঠিত হবে। উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ইউনিয়নে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই-তিন প্রার্থীর মধ্যে। এ ইউনিয়নের নির্বাচনে দলীয় প্রতীকের চেয়ে আঞ্চলিকতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা।

৮নং তিলপারা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঘোড়া প্রতিক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিবেকানন্দ দাস বিবেক, টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছয়ফুল ইসলাম খয়রুল, মোটরসাইকেল প্রতিক নিয়ে কনাই মিয়া, আনারস প্রতিক নিয়ে রেজাউল করিম শামীম, অটোরিক্সা প্রতিক নিয়ে বেলায়েত হোসেন।

নির্বাচনে জিততে প্রার্থীরা নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় গনসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান চশমা প্রতীক জেতাতে প্রচারনায় ব্যস্ত রয়েছেন, তিনি তার বিগত উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানান।

নৌকা প্রতীকের প্রার্থী এমাদ উদ্দিন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন জুড়ে প্রচারনা চালাচ্ছেন। তিনি নৌকাকে জেতাতে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তিনি বলেন, বিগত দিনে এই এলাকার মাটি ও মানুষের কাজ করেছি, নির্বাচিত হলে আগামীতেও মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

এই ইউনিয়নে সবচেয়ে আলোচনায় রয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী ঘোড়া প্রতিকের প্রার্থী বিবেকানন্দ দাস বিবেক, তিনি তৃণমূলে জিতেও পাননি নৌকা প্রতিক তাই স্থানীয় মানুষদের চাপে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নিজের প্রতিক নিয়ে। তিনি বলেন, দলের মনোনোয়ন না পেয়ে নির্বাচন থেকে তিনি সরে যেতে চেয়েছিলেন, তবে সাধারন মানুষের ভালোবাসায় প্রার্থী হয়েছেন।

এই ইউনিয়নে টেলিফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছয়ফুল ইসলাম খয়রুল বলেন, তিনি ভোটারদের কাছে ভালো সাড়া পাচ্ছেন, সাধারন মানুষ প্রার্থীদের সকল বিষয় বিবেচনা তার প্রতিককে বেছে নিবেন।

এই ৪ প্রার্থী ছাড়াও আরও ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের পোস্টার ফেস্টুন দিয়ে প্রচারনা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় দেখা যায়। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এই ইউপিতে নৌকার প্রার্থী এমাদ উদ্দিন আওয়ামীলীগ বিদ্রোহী ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বিবেকানন্দ দাসের কাছে চ্যালেঞ্জে পড়বেন, সেক্ষেত্রে অনেকটাই নির্ভার বর্তমান চেয়ারম্যান মাহবুব। সময়ের সাথে সাথে ভোটের হিসাব পাল্টাবে সেটিই বলেছেন সেখানকার ভোটাররা।

Back to top button