বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, মুড়িয়ায় তিন প্রার্থীর ত্রিমুখী যুদ্ধ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে আলাদা নজর থাকবে উপজেলার ১০নং মুড়িয়া ইউপি নির্বাচনে। মুড়িয়া হাওরবেস্টিত এ ইউপিতে দুবার নির্বাচিত চেয়ারম্যান আবুল খয়ের নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
এ ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী ফরিদ আল মামুন এবং আরেক স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী রুহুল আমিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটারদের মন জয় করে ফলাফল ঘরে তুলতে। প্রচারনায় কাজে লাগাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝরি, ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের কর্মী বাহিনী নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো ইউনিয়ন।
সরকার দল আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী স্বচ্ছ রাজনীতিবিদ হুমায়ুন কবির সরকারের উন্নয়নকে সামনে এগিয়ে নিতে নিজের জয়ের ব্যাপারে আশাবাদি। তিনি বলেন, সরকারের উন্নয়নের সড়কে মুড়িয়াকে নিতে নৌকার বিকল্প নেই, সেই বিবেচনায় ভোটাররা তাকে ভোট দিবেন।
পিছিয়ে নেই সাবেক ছাত্রনেতা ইউনিয়নের পূর্ব মুড়িয়ার একক স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী ফরিদ আল মামুন, রাজনীতির পাশাপাশি এলাকার তারুনদের সাথে রয়েছে সুসম্পর্ক। নিজের তারুন্য ও মেধাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে নিয়ে যেতে চান অনুকরনীয় ইউনিয়ন হিসাবে। তিনি বলেন, পুরো মুড়িয়াজুড়ে ব্যাপক সাড়া পাচ্ছি, একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গঠন এবং একজন সেবক হিসাবে মুড়িয়ার ভোটাররা ২৬ তারিখ তার চশমা প্রতিকে ভোট দিবেন।
নৌকার প্রার্থীর এলাকা থেকে স্বতন্ত্র হিসাবে আরেক প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়া রুহুল আমিন প্রথমে পিছিয়ে থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন আপন গতিতে। তিনি বিয়ানীবাজার টাইমসকে জানান, নির্বাচিত হলে সাধারন মানুষের সেবক হিসাবে কাজ করবো, পাশাপাশি বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবো।
সৌন্দর্যের লীলাভূমি মুড়িয়া হাওরবেস্টিত এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে বলে জানিয়েছেন এলাকার ভোটাররা। তাঁদের দাবী যিনিই চেয়ারম্যান হিসাবে নির্বাচন হবেন উন্নয়ন বঞ্চিত এ ইউনিয়নের সাধারন মানুষের পাশে দাড়াবেন।