৯নং মোল্লাপুর ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

৯ নং মুল্লাপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মুল্লাপুরে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শামিম আহমদের প্রধান নির্বাচনি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল ইসলাম বদইর সভাপতিত্বে শুরু হওয়া একটি অনুষ্ঠানের মাধ্যমে মুল্লাপুরে উক্ত নির্বাচনি প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলুর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ময়নুল হোসেন, নোমান আহমদ,ফয়সল আহমদসহ আরও অনেক নেতাকর্মীরা
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সবাইকে এক সাথে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন নৌকাকে বিজয়ী করা ঈমানী দায়িত্ব। সেজন্য নৌকার প্রার্থী শামিম আহমদকে বিজয়ী করার জন্য তিনি সবার কাছে অনুরুধ জানান।
পরে ৯ নং মুল্লাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী শামিম আহমদ জানান তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। তিনি সাধারণ মানুষের সেবা করতে চান। সেজন্য তিনি সবার কাছে ভোট প্রত্যাশা করেন। তিনি জানান তিনি যদি নির্বাচিত হন তাহলে ৯ নং মুল্লাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবেন।
এদিকে নির্বাচনে উক্ত ইউনিয়নে দলীয় মনোয়ন প্রত্যাশী মোঃ আশরাফুল ইসলাম ও হঠাৎ করে এসে উক্ত সভায় উপস্থিত হন এবং শামিম আহমদকে সমর্থন করেন। এ সময় উক্ত সভায় একটি অবেগগণ পরিবেশের সৃষ্টি হয়। পরে মোহাম্মদ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন তিনি দলীয় সিদ্ধান্তকে সন্মান করেন। সেজন্য তিনিও শামিম আহমদকে সমর্থন করেন এবং সবার কাছে শামিম আহমদের জন্য ভোট প্রত্যাশা করেন