বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদকের চাচাতো ভাইয়ের জানাজা সম্পন্ন

টাইমস প্রতিবেদকঃ পূর্ব সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক জালাবাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদের চাচাতো ভাই নুরুল ইসলাম(৪৮) এর জানাজা সম্পন্ন হয়েছে৷
সোমবার সকাল ১১ ঘটিকায় বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
ব্যাক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী, অসংখ্য গুণগ্রাহী এবং আত্নীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত শুক্রবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের সহযোগীতায় তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে প্রেরণ করা হয়৷ সেখানে পরিক্ষা নিরীক্ষা করার পর জানা যায় তার মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে৷ অবস্থার অবনতি হলে তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অতঃপর রবিবার তার অবস্থার আরও অবনতি হয় এবং বিকেল ৫.৩০ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।