বড়লেখা

বড়লেখায় ভোট গননায় অনিয়মের অভিযোগ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে কুমার শাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননায় অনিয়ম এবং অবৈধ ভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিকে সিল মারার অভিযোগ তুলেছেন পরাজিত সদস্য প্রার্থী আনোয়ার হোসেন। পূণরায় ওই কেন্দ্রের ভোট গণনার দাবিতে তিনি নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৩জন সদস্যপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ঘুড়ি প্রতীকে আনোয়ার হোসেন, ফুটবল প্রতিকে রফিক উদ্দিন এবং টিউবওয়েল প্রতীকে লোকমান হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ ভোট শেষে আনোয়ার হোসেনের প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিনের দ্বারা প্ররোচিত হয়ে ওই কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা আনোয়ার হোসেনের এজেন্টদের ভয় ভীতি দেখিয়ে ভোট গননায় অনিয়ম করেন। পরবর্তীতে এজেন্টরা পুনরায় ভোট গননার অনুরোধ করলে প্রিসাইডিং অফিসার কথা শুনেননি। তিনি রফিক উদ্দিনকে বিজয়ী ঘোষনা করেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এম সাদিকুর রহমান বলেন, ‘আনোয়ার হোসেন নামে একজন প্রার্থী অভিযোগ করেছেন৷ এ ব্যাপারে নির্বাচন ট্রাইব্যুনাল ঘঠিত হয়েছে৷ তিনি গণনায় অনিয়মের অভিযোগ থাকলে সেই ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। আদালতের অনুমতি পেলে পূণরায় ভোট গণনার ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button