মৌলভীবাজার

শিকল দিয়ে বেঁধে মৌলভীবাজার শহরে রিক্সা চালাই

নিউজ ডেস্ক- মৌলভীবাজার শহরের ৬নং ওয়ার্ডের বড়হাট এলাকার রিকশাচালক রাসেল মিয়া বানরটিকে রিক্সার সামনে শিকল দিয়ে বেঁধে এক বছর ধরে শহরে রিক্সা চালান বলে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের প্রতিবেদককে জানান।

সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে এই দৃশ্যটি চোখে পড়ে। বানটিকে দেখতে সেখানে অনেকেই ভিড় করেন এবং মোবাইল ফোন দিয়ে ছবি ধারন করতে দেখা যায়।

রিকশাচালক রাসেলের সাথে কথা বলে জানা যায়,সে বাহ্মনবাড়িয়া জেলার বানছাড়াপুর পুর গ্রামের বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার ৬নং ওয়ার্ডের বড়হাট এলাকার জাহিদ মিয়ার কলোনিতে বসবাস করে আসছে। সে জানায় দীর্ঘ এক বছর ধরে বানটেকে সে লালন পালন করছে এবং রিক্সার সামনে শিকল দিয়ে বেঁধে রেখে শহরে রিকশা চালায়। সে আরো জানায় বানরটি ছেড়ে দিলে সে যেতে চায় না । একপর্যায়ে তাকে বানরের বেঁধে রাখার বিষয়টি জিজ্ঞেস করলে সে বলে অনেক সময় খাবারের অভাবে মানুষকে কামড় দিতে পারে তাই শিকল দিয়ে বেঁধে আমার সাথে রেখে দেই সকাল থেকে দুপুর পর্যন্ত ।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন,সে এইভাবে বানটিকে বেঁধে রাখতে পারে না । আপনার মাধ্যেমে বিষয়টি জানলাম বানরটি উদ্ধারের জন্য ব্যবস্থা নেব।

Back to top button