বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৩ দিন প্রয়োগ করা হবে করোনা প্রতিরোধক ফাইজারের টিকা, অগ্রাধিকার পাবে বয়স্করা

টাইমস প্রতিবেদকঃ করোনা বিস্তার রোধ করতে সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে ও প্রয়োগ করা হচ্ছে করোনা প্রতিরোধক টিকা। দেশে বেশীরভাগ মানুষকে প্রয়োগ করা হচ্ছে করোনা প্রতিরোধক টিকা সিনোফার্মের ভেরোসেল।

তবে রবিবার(০৫ নভেম্বর) থেকে মঙ্গলবার(০৭ নভেম্বর) তিনদিন বিয়ানীবাজার উপজেলায় প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। প্রতিদিনের লক্ষমাত্রা থাকবে ৩০০ টিকা গ্রহীতাকে টিকা প্রদান। প্রয়োজন বেধে টিকার লক্ষ মাত্রা আরও ১০০ এবং আরও একদিন বাড়ানো হতে পারে।

এই তিন দিন ফাইজারের টিকা প্রয়োগের কেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিদেশ যাত্রী, দেশের বাইরে যাওয়ার অপেক্ষায় যারা কিংবা বয়স্কদের।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন বিয়ানীবাজার উপজেলার উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের কক্ষে ফাইজারের টিকা প্রদান করা হবে। একেত্রে যারা বয়স্ক, বিদেশ যাত্রী, বাইরের দেশের যাওয়ার জন্য আবেদন করা আছে তাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি সবাইকে মাস্ক পড়ে টিকা কার্ড সাথে নিয়ে উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানান।

Back to top button