কুলাউড়া

কুলাউড়ায় ব্রিজ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুমন বিশ্বাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পারিবারিক কলহের কারণে সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।

Back to top button