বিয়ানীবাজার সংবাদ

নৌকা প্রত্যাশীতের কাউন্সিলে সমঝোতায় চমক দেখালেন এম এ জলিল (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদকঃ রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ৪ বারের চেয়ারম্যান, গতবার নৌকা প্রতীক পেয়েও হেরেছিলেন, তবে এবার দমেননি তিনি। নৌকা প্রত্যাশী প্রার্থী হয়ে তৃণমূলের কাউন্সিলে এসে চমক দেখালেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এম এ জলিল।

কাউন্সিলের পূর্বে তার সাথে নৌকার দৌড়ে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য লুতফুর রহমান ফয়সল, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সজীব ভট্রাচার্য, মৎসজীবি লীগ নেতা সার্জেন্ট তাজ উদ্দিন ও আওয়ামীলীগ নেতা পিএম পাল। তবে কাউন্সিল শুরু হলেই চমক দেখান বয়জষ্ঠ এ নেতা, একে একে তার প্রতিদ্বন্ধি সবাই তাকে সমর্থন করেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবী নৌকার একক প্রার্থী এম এ জলিল হওয়ায় তারা খুশি।

লাউতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বলেন, সবাই একমত হয়ে সাবেক ৪ বারের চেয়ারম্যানকে নৌকা প্রতীক দেয়ায় আমরা নেতাকর্মীরা খুশি।

এই বয়সে এসে তিনি কাউন্সিল না করেই নৌকা প্রতীকের দৌড়ে এগিয়ে যাওয়াকে ভোটের প্রাথমিক সফলতা দেখছেন আওয়ামীলীগের প্রবীন এ নেতা। তিনি লাউতা ইউনিয়ন আওয়ামীলীগকে ধন্যবান জানিয়ে বলেন, তার নবীন সকল সহকর্মী তার প্রতিদ্বন্ধি না হয়ে তাকে যে সম্মান দেখিয়েছেন আগামী নির্বাচনে তার ফলাফল নিশ্চয় পাওয়া যাবে। তিনি এসময় তাকে সমর্থন করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে নৌকা প্রতীক পেলেও প্রবীন এ নেতাকে নির্বাচনী বৈতরনী পার হতে হলে হারাতে হবে তারই নবীন বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী গৌছ উদ্দিনকে। এছাড়াও এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন বিগত দুই নির্বাচনে দ্বিতীয় হওয়া জামায়াতের রাজনীতির সাথে জড়িত দেলোয়ার হোসেন। সাধারন ভোটারদের ধারনা এই ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে, এখন দেখার বিষয় কাউন্সিলে সবাইকে চমকে দেয়া এই প্রবীন নেতা মূল নির্বাচনে কি চমক দেখান!

Back to top button