বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিপুল জাল নোটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে বিপুল পরিমান জালনোটসহ এক যুবককে আটক করে পুলিশকে সোপর্দ করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ৫০০ টাকার ৩৮টি জাল নোটসহ মারুফ আহমদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মারুফ আহমদ চারখাই ইউনিয়নের কাকুরা মান্দারগ্রামের গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চারখাই বাজারের খলকুজ্জামান চৌধুরী মলুর উমর ভেরাইটিজ স্টোরে বিভিন্ন জিনিস কিনতে যায় আটক যুবক। খরচ শেষে বিল পরিশোধ করতে দোকান মালিককে ৫০০ টাকার একটি নোট দেন মারুফ আহমদ। পরে নতুন টাকার নোটটি জাল সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের ডেকে এনে মারুফ আহমদকে আটক করেন। এসময় তাকে তল্লাসি করে আরও ৩৭টি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায়। পরে এ বিষয়টি চারখাই পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ এসে মারুফ আহমদকে আটক করে নিয়ে যায়।

চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারুফ উদ্দিন নামের একজনকে ৫০০ টাকার ৩৮টি জাল নোটসহ আটক করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, আটককৃত যুবককে মামলা দিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button