জৈন্তা

জৈন্তাপুরে দুর্বৃত্তের হামলায় মাদ্রাসা ছাত্র আহত, আটক-১

নিউজ ডেস্ক- জৈন্তাপুরে নাঈম আহমেদ নামক এক মাদরাসা ছাত্রকে দা দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

মামলাসূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় নাঈম একা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরুখেল রাস্তায় উপর ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে গতিরোধ করে হামলাকারী। একপর্যায়ে দা দিয়ে আঘাত করে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ পাঁচহাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

হামলাকারী রুহুল আমিন (২৮) পশ্চিম তেলিবাড়ী গ্রামের শফিকুল হকের ছেলে।

এ ঘটনায় নাঈম আহমদের বড়ভাই নোমান আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় রাত ১১টায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নির্দেশে রাতে এস.আই নিখিল অভিযান পরিচালনা করে নিজবাড়ী থেকে রাত ৩টায় পালানোর সময় পুলিশ আটক করতে সক্ষম হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম দস্তগীর আহমদ আসামী আটকের কথা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পর দ্রুত অভিযান পরিচালনা করে আটক করি। মামলা রেকর্ড পূর্বক ৭ নভেম্বর সকাল ১১টায় আটক রুহুল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Back to top button