রাত পোহালেই মাঠে গড়াচ্ছে মেয়র কাপ ২০২১

জুবায়ের আহমদঃ ফুটবল……! এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম। ফুটবল খেলার সঙ্গে বাঙালির রয়েছে নাড়ীর টান। জনপ্রিয় এই খেলাটি নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির মনে-প্রাণে-অন্তরে। ফুটবল খেলাকে বাঙালি যতটা গভীরভাবে ভালোবেসেছে, তাঁর জন্য যে আত্মত্যাগ করেছে, তার কোনো তুলনা হয় না
সারাদেশের ন্যায় বিয়ানীবাজারের সাধারণ মানুষ ও ফুটবল প্রেমী। তাইতো বিয়ানীবাজার উপজেলা ক্রীরা সংস্থা আয়োজন করেছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। যার সৌজন্য রয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ ৬ আসনের সাংসদ, সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাত পোহালেই পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে গড়াবে সেই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রতিটি খেলা টাইমস মিডিয়ার প্রতিষ্ঠান টাইমস টিভি সরাসরি সম্প্রচার করবে।
উদ্বোধনী খেলায় বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিথির সাথে প্রতিদন্ধীতা করবে এমসি ফুটবল একাডেমী টিলাগর,সিলেট।
দীর্ঘদিন পর বিনোদনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের ফুটবল প্রেমী দর্শকরা। তারা নিজেদের অনুভূতি প্রতিবেদকের কাছে তুলে ধরেন।
সাদি আহমদ নামে এক তরুণ বলেন দীর্ঘ দিন থেকে করোনা মহামারীতে বন্ধী হয়ে সময় পার করছি আমরা। এখন বিনোদনের সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।
রাকিহ আহমেদ নামে একজন প্রতিবেদককে জানান অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি আগামীকাল কখন খেলা শুরু হবে। অনেক দিন পর এতো বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেজন্য তিনি ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে।
এখন শেষ বারের মতো করা হচ্ছে মাঠের পরিচির্যা, দর্শকদের চোখে আগ্রহের অপেক্ষা।