বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার-সিলেট রুটে বাস বন্ধ, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশে দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে। দ্বিতীয় দিনে সিলেটের মতো বিয়ানীবাজারেও চলছে না দুরপাল্লার বাস। সকাল থেকেই রাস্তায় যাত্রীদের ভিড় দেখা যায়। কেউ যাবেন কর্মস্থলে, কেউ যাবেন বাড়ি, কেউ প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিয়ানীবাজার উত্তর বাজার স্ট্যান্ডে অনেকেই এসে সিএনজিচালিত অটোরিক্সা ব্যবহার করে দুরের পথ পাড়ি দিচ্ছেন।

যাত্রীরা অভিযোগ করেন, ডিজেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর। বাসের ভাড়া বাড়ানো হলে সাধারণ যাত্রীদের জন্য তা হবে কষ্টদায়ক। এ অবস্থায় ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

Back to top button