বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের দৈনন্দিন দ্রব্যের দাম উর্ধ্বমুখী, পকেট পুড়ছে নিম্নবিত্তের!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বিয়ানীবাজারে দৈনন্দিন দ্রব্যের দাম। পেয়াজের ঝাঝ কিছুটা কমলেও কোনভাবেই কমছে না কাচা মরিচের ঝাল, সাথে পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম। আর তাতেই ক্রেতাদের পড়তে হচ্ছে বিপাকে।

এ সপ্তাহে পেয়াজের দাম কেজিতে ১০ টাকা কললেও বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেলের দাম। প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা আর প্রতি ৫ লিটার তেল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৪০ টাকা। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায় যা গত সপ্তাহে ছিল ১২৫ টাকা। চিনি ৮৫ টাকা, চাল ৬০ টাকা। এদিকে কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে ডালের দাম। প্রতি কেজি ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন দৈনন্দিন এসব দ্রব্যের দাম কমার সম্ভাবনা খুবিই কম। পাইকারীতেই কিনে নিয়ে আসতে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে।

এদিকে কাচাবাজারেও যেন নেই স্বস্থি। মধ্যবিত্ত কিংবা নিম্ন বিত্তের মানুষের হাতের নাগালের বাইরে যেন, শীতকালীন সবজির দাম। অতিরিক্ত দামে ক্রেতা পড়ছেন বিপাকে, দৈনন্দিন দ্রব্য কিনতে হচ্ছে বাধ্য হয়ে।

প্রায় সব ধরণের সবজিরই দাম রয়েছে ৫০ টাকার উপরে। এ সপ্তাহে প্রতি কেজি সীম বিক্রি হচ্ছে ১২০ টাকা। টমেটো ১২০ টাকা কাচা মরিচ ১৬০টাকা, বাধা কপি ৫০ টাকা, ফুলকপি ৭০ টাকা, শসা ৬০ টাকা, লাল শাক ২০-৩০ টাকা, অল ৫০ টাকা, গাজর ১৩০ টাকা, পেপে ৩০-৫০ টাকা, লাউ ১০০ টাকা, বেগুন ৬০ টাকা।

কাচাবাজারের বাজার করতে আসা পৌরশহরের সাদিক আহমদ জানান শীতকালিন সবজি কিনা খুব কষ্টকর হয়েগেছে। ৫০/৬০ টাকার নিছে কোন সবজি নেই। বাধ্য হয়ে আমাদেরকে কিনতে হচ্ছে।

সালমা আক্তার নামে একজন ক্রেতা বলেন প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে। প্রশাসনের উচিত বাজার তদারকি করা। এভাবে দাম বাড়তে থাকলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের সবজি কিনে খাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

অন্যদিকে ব্যাবসায়ীরা বলছেন শীত আরও কিছুটা ঘনীভূত হলে সবজির দাম কিছুটা কমতে পারে। বর্তামেন পাইকারী বেশী দাম দিয়ে সবজি কিনে নিয়ে আসতে হচ্ছে। তাই দাম একটু বেশী। কয়েকদিন গেলে দাম কিছুটা শীতিল হতে পারে।

এ সপ্তাহে ব্রয়লার মুরগের দাম কেজিতে কমেছে ৫ টাকা। প্রতিকেজি ব্রয়লার মুরগ বিক্রি হচ্ছে ১৬৫ টাকা এবং লেয়ার মুরগ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়

তবে মাছের বাজার ও উর্ধ্বমুখী অভিযোগ ক্রেতাদের। মাছ কিনতে আসা সাহেদ আহমদ নামে একজন ক্রেতা বলেন মাছে যেন হাত দেওয়ার উপায় নেই। সব কিছুতে এতো দাম। আমরা কী খেয়ে বাচবো।

তবে মাছ ব্যাবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এ সপ্তাহে কমেছে সব ধরণের মাছের দাম।

অন্যদিকে গরুর মাংশের দাম রয়েছে অপরিবর্তিত। প্রতি কেজি মাংশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায় এবং হাড় মাংশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

Back to top button