মৌলভীবাজারবড়লেখা

বড়লেখার ১০ ইউপিতে নির্বাচন, চেয়ারম্যান পদে ৪৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ বড়লেখায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী। সোমবার ও মঙ্গলবার দিনভর নেতাকর্মীদের নিয়ে অনেকটা শোডাউন করে তারা মনোনয়ন পত্র দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। এসময় সকল প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জোবায়ের হোসেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুহিত (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন (বিএনপি)।

দাসেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বিমান কান্ত দাস ও কয়েছ আহমদ।

নিজবাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুমিনুর রহমান টনি (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম)।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ আহমদ বাবলু, স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালেহ আহমদ জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজ উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)।

তালিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী সুনাম উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র দোলোয়ার হোসেন (বিএনপি)।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল ফুলু (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল হক (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান (জামায়াত), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জবরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক।

সুজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহেদুল মজিদ নিকু, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী, স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বেলাল খান ওলম, শরফ উদ্দিন, মাসুম আহমদ হাসান ও সাইদুর রহমান।

নির্বাচনকে সামনে রেখে যাতে অপ্রীতিকর বা অনাকাঙ্খিত কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে নির্বাচনের আচরনবিধির ব্যাপারে সবাইকে সতর্ক করেছে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি সুষ্ঠু নির্বাচন বড়লেখাবাসীকে উপহার দেয়ার। সব প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি মেনে চলার আহ্বান জানান।

Back to top button