বিয়ানীবাজার সংবাদ

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক- আগামীকাল শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট এমসি কলেজ উপকেন্দ্র ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে সেগুলো হলো- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মিতালীটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, কুমারপাড়া, নাইরওপুল, চারাদিঘীরপাড়া, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মীরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া, নয়াসড়ক ও জেলরোড।

Back to top button