বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নাকাল সাধারণ ক্রেতা, দিনমজুরদের সবজিতেই হচ্ছে পকেট ফাকা!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ “সবজি কিনলেই অন্য কিছু কেনা সম্ভব হচ্ছে না। চাল কিংবা মাছ কেনার জন্য পরে থাকে না আর অতিরিক্ত টাকা। সবজিতেই হয়ে যায় পকেট ফাকা”। বলছিলাম পৌরশহরের বাজার করতে আসা অসহায় একজন দিনমজুরের অসহায়ত্বের কথা।

রাকিব হাসান পেশায় একজন দিনমজুর। সারা দিন কাজ করে আয় করেন ৫০০ টাকা। পরিবারে রয়েছে ৬ সদস্য। পৌরশহরে বাজার করতে এসে তিনি দিশে হারা। কিছুটা সবজি কিনলে তিনি কিনতে পারছেন না মাছ কিংবা। বেশীর ভাগ টাকা সবজিতেই শেষ হয়ে যাচ্ছে। সরেজমিনে টাইমসের প্রতিবেদককে এমনই অসহায়ত্বের কথা জানালেন।

বিয়ানীবাজারে যেন কোনভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে না। প্রায় সব ধরণের সবজিরই দাম রয়েছে ৫০ টাকার উপরে। এ সপ্তাহে প্রতি কেজি সীম বিক্রি হচ্ছে ১২০ টাকায় যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। টমেটো ১৩০ টাকা যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা, কাচা মরিচ ১২০টাকা, বাধা কপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, শসা ৬০ টাকা, লাল শাক ২০ টাকা, মুকি ৩০ টাকা, গাজর ১৩০ টাকা, পেপে ২০ টাকা, লাউ ১০০ টাকা, বেগুন ৪০ টাকা।

সবজির অতিরিক্ত দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে দৈনন্দিন দ্রব্য বলছেন ক্রেতারা।

সরেজমিনে কথা হয় শ্রীধরা থেকে আসা ক্রেতা সালমা বেগমের সাথে। তিনি বলেন আগাম সবজির দাম দেখে সত্যিই আমি অবাক হয়েছি। কোন সবজিই ষাট টাকার নিচে পাচ্ছি না।

পৌর এলাকার রিফাত আহমদ নামে একজন যুবক বলেন সব ধরণের দ্রব্যের দাম প্রতিদিন বাড়ছে। এগুলো কে বাড়াচ্ছে বুঝতে পারছি। আমরা চাই প্রশাসন এগুলো নিয়ন্ত্রন করুক। যাতে অসাধু কোন ব্যাবসায়ী অতিরিক্ত দাম নিতে না পারেন।

এদিকে কাচাবাজারের ব্যাবসায়ী রুস্তম আলী বলেন শীতের আগাম সবজি হওয়ায় এগুলোর দাম একটু বেশী। তবে কয়েক দিন গেলে সব ধরনের সবজির দাম কম্বে বলে তিনি টাইমসের প্রতিবেদককে অস্বস্থ করেন। পাশে থাকা আরও দুই তিনজন ব্যাবসায়ী তার সাথে একই সুর মেলান।

এদিকে পেয়াজের দাম কেজিতে ১০ টাকা কমলেও কমেনি তেলের দাম। এ সপ্তাহে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৭২০ টাকা। বৃদ্ধি পেয়েছে রসুনের দামও। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১২৫ টাকায় যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। চিনি ৮৫ টাকা, চাল ৬০ টাকা, ডাল ৯০ টাকা। ব্যবসায়ীরা বলছেন দৈনন্দিন এসব দ্রব্যের দাম কমার সম্ভাবনা খুবিই কম। পাইকারীতেই কিনে নিয়ে আসতে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে।

এ সপ্তাহে ও ব্রয়লার মুরগির দাম রয়েছে অপরিবর্তিত। প্রতিকেজি ব্রয়ল মুরগ বিক্রি হচ্ছে ১৬৫ টাকায় এবং লেয়ার মুরগ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়

তবে মাছের বাজারে নেমে এসেছে কিছুটা স্বস্থি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে কিছুটা মাছের দাম।

অন্যদিকে গরুর মাংশের দাম রয়েছে অপরিবর্তিত। প্রতি কেজি মাংশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায় এবং হাড় মাংশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

Back to top button