বিয়ানীবাজারে শিশির ভেজা সকালে শীত অনুভূত হচ্ছে
জুবায়ের আহমদঃ শিশির ভেজা সকাল জানান দিচ্ছে শীত এসেগেছে। অন্যান্য ঋতুর চেয়ে শীতের আগমন যেন এক ভিন্ন মাত্রা। প্রতিবারের মতো এবারও বর্ষার ঘনঘটা শেষ করে কার্তিকের কোলজুড়ে এই শীত।
এখন প্রতিটি সকালে দূর্বা ঘাসে কিংবা গাছের কচি পাতায় মুক্তার মতো জ্বলজ্বল করছে শিশির বিন্দু। কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয়। প্রকৃতীর ঋতু পরিবর্তনের বৈচিত্রে শীতের আমেজ বিরাজ করছে। অনুভূত হচ্ছে মৃদু ঠাণ্ডা।
কোয়াশাচ্ছন্ন সকালে শরীর শর্চায় অনেকেই হাটেন লম্বা পথ, আবার অনেকেই বের হন কাজে। তবে পূর্বের মতো এবারের কার্তিকে শীত ততটা ঘনীভূত নয়। একটা সময় এই সময় থাকতো অনেক। ঋতু পরিবর্তনে হয়েছে অনেক কিছু পরিবর্তিত। কথা গুলো বলছিলেন কয়েকজন প্রবীণ।
৭৫ বয়সী সিদরাতুল ইসলাম কাজে বের হয়েছেন শিশির ভেজা সকালে। তখন কথা হয় বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের সাথে। তিনি প্রতিবেদককে জানান একটা সময় কার্তীকে অনেকটা ঠান্ডা। আমরা যখন কাজে বের হতাম অনেক শীত অনুভূত হতো তখন কিন্তু এখন তা আর দেখি না।
আব্দুর নুর নামে আরেকজন প্রবীণ বলেন ঋতু এখন পরিবর্তন হয়ে গেছে। আগেকার মতো এখন আর শীত নেই। আমাদের সময় তীব্র শীতের কারণে বাইরে বের হওয়া যেতো না। কার্তিক মাসেও অনেক শীত থাকতো। কিন্তু এখন তার কিছুই নেই। তবে এখন কিছুটা শীত অনুভূত হওয়ায় এবং শিশির ভেজা একটি সুন্দর সকাল দেখে অবিভূত হন।
মধ্যরাতে কিংবা সকালে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় বৈদ্যুতিক পাখা কিংবা এসি এখনও চালাতে হচ্ছে। আবহাওয়াবীধরা বলছেন অগ্রায়হনে শীত আরও ঘনীভূত হবে এবং ঠিক সময়েই ঠান্ডা আসবে।
তবে শীতের আগমনী বার্তায় এখন প্রকৃতি ও হয়ে উঠেছে অপরুপ। শিশিরস্নাত সকাল, রোদমাখা দুপুর, পাখিদের কিচিরমিচির ও মেঘমুক্ত আকাশ আরও রহস্যময় করে তোলছে প্রকৃতিকে।