মৌলভীবাজার

মৌলভীবাজারে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজার কমলগঞ্জ উজিরপুর গ্রামে নিজ বসত ঘর থেকে এরশাদ মিয়া নামে এক প্রতিবন্ধী বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা।

তিনি জানান, বুধবার (২৭ অক্টোবর) দুপুরে শারীরিক প্রতিবন্ধী এরশাদ মিয়ার স্ত্রী হোসনা স্বামীকে নিজ বসত ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফিরে দেখতে পান ঘরের স্টিলের দুটি দরজা বন্ধ। তবে দরজার ফাক দিয়ে দেখতে পান স্বামী এরশাদ মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। এদিকে খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ঘটনাস্থলে এসে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানান।

তিনি আরও জানান, পুলিশ এসে বুধবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।

এরশাদ মিয়ার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

Back to top button