মৌলভীবাজারজুড়ী

জুড়ীতে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

মনিরুল ইসলাম: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বুধবার (২৭ অক্টোবর) এসব ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন অফিস। ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ৫ ইউনিয়নে ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন সহ সাগরনাল ইউনিয়নে‌র এক ইউপি সদস্য মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দের দিনে সদর জায়ফরনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস, ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী সুহেল আহমেদ হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পশ্চিমজুড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস নৌকা, স্বতন্ত্র প্রার্থী আনফর আলী ঘোড়া, মামুনুর রশীদ আনারস, হেলাল উদ্দিন অটোরিকশা প্রতীক পেয়েছেন।

পূর্বজুড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ আনারস, ওবায়দুল ইসলাম রুহেল ঘোড়া, জাবের উদ্দিন মটরসাইকেল প্রতীক পেয়েছেন।

উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম ঘোড়া, মোস্তাক খান চশমা, মোঃ সবুজ মিয়া ঢোল, ওয়াছির উদ্দিন আহমেদ আনারস, সুহেল আহমেদ রজনীগন্ধা প্রতীক পেয়েছেন।

সাগরনাল ইউনিয়নে‌ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল নূর নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত ঘোড়া, শাহীন আহমদ রুলন আনারস প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান।

Back to top button