বিয়ানীবাজারে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে সুজন’র মানববন্ধন
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কেন্দ্রীয় ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিভিন্ন দাবী সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা পিছিয়ে দিতে এবং দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্র করছে। কারা এমন জগণ্য খেলায় ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখা দরকার। কুমিল্লা, রংপুরসহ দেশের অন্যান্য স্থানে সৃষ্ট সাম্প্রদায়িক স্পর্ষকাতর এমন ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করার দাবী জানানো হয়।
সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট মো. আমান উদ্দিনের সভাপতিত্বে এবং সচিব খালেদ আহমদের পরিচালনায় মানববন্ধনকালে সুশীল সমাজের প্রতিনিধি ও বিয়ানীবাজারের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।