বিয়ানীবাজার সংবাদ

আমন ধানের বাম্পার ফলনে নতুন স্বপ্ন দেখছেন বিয়ানীবাজারের কৃষকরা

জুবায়ের আহমদঃ আমন ধানের বাম্পার ফলনে এবার নতুন স্বপ্ন দেখছেন বিয়ানীবাজারের কৃষকরা। তাদের চোখে মুখে যেন এখন ফুটে উঠেছে স্বস্থি আর আনন্দের হাসি। মাঠে এখন বাতাসে দুলছে তাদের স্বপ্ন।মাস পেরোলেই তারা ঘরে তুলবেন পরিশ্রমের ফসল।

সরেজমিনে (২৪ অক্টোবর) শনিবার বিয়ানীবাজার উপজেলার বেশ হাওর ও মাঠ ঘুরে দেখা যায় এবছর বিয়ানীবাজার উপজেলায় ৯ হাজার পাচশতো ১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কৃষকরা বলছেন ভাগ্য সহায় ছিল, হয়েছে বৃষ্টি সময়মতো। তাই আশাজনক হয়েছে ফসল।

রাসেল আহমদ নামে একজন কৃষক বলেন এবার সময় আবহাওয়া ভালো ফসলও ভালো হয়েছে। আমাদের কষ্ট সার্থক হয়েছে।

আহাদ উদ্দিন বলেন এই কৃষি কাজের উপরই আমাদের নির্ভর করে থাকতে হয়। বিগত কয়েক বছর পানি তলিয়ে নিয়েছিল ধান। এই বছর বৃষ্টি সময় মতো হওয়ায় আলহামদুলিল্লাজ ভালো ফসল হয়েছে।

হারুন আহমেদ জানান এবার ধানে পোকামাকর খুব একটা ধরে নি। অপেক্ষা করছি আগামী মাসে ঘরে ধান তুলবো। আশার থেকেও বেশী ফসল হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন এবছর লক্ষ মাত্রার থেকেও বেশী ফসল হয়েছে। তিনি বলেন এ বছর বিয়ানীবাজার উপজেলায় নয় হাজার পাচশতো দশ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যা আমাদের লক্ষ মাত্রার ৪৫০ হেক্টর বেশী।

তিনি বলেন মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা রয়েছেন তারা সব সময় কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আর নতুন এ জাত ফলন ভালো দিয়েছে। ফলে ফলন ভালো দেওয়ায় কৃষকদের আবাদে আগ্রহ বাড়ছে

Back to top button